দূর থেকে তুমি আমায়
যা-তা ভাবতে পারোই,
কারণ, শান্ত ভাবে থাকি
করিনা কো হই চই।


ভাবতে পারো নিজের মতো
আরো কিছু কতোই,
আসলে যেমনটা ভাবো
আমি তেমনটা নই।


যার তার সাথে যেথা সেথা
ফোটাই না মুখে খই,
আহ! কার সাথে বলবো কথা
মানুষ পাই না জুতসই।


জীবন অসীম দুর্বিষহ
এক সমুদ্র অথৈ,
উত্তাল ঢেউকে তুচ্ছজ্ঞানে
আছি সুবিন্যস্তই।


ছোটো মুখে সবার তরে
একটি হক কথা কই,
সত্যিকারে একজন মানুষ
এক অপঠিত বই।


বইয়ের ভেতর অবস্থিত
কতো না রহস্যই,
অধ্যয়ন না করলে তাকে
নেই কো বুঝার জোই।


২২/১০/২০২৩ খ্রিঃ