বিপদে পড়ে ধরেছো
সাধুপুরুষের বেশ,
কলাকৌশলে কাজ হয় না
ধাপ্পাবাজির দিন শেষ।


বুঝতে পারছো বাটপারি আর
বেশিদিন তো চলবে না,
মানুষ এখন বুঝতে শিখছে
মাতব্বরি ফলবে না।


ভাবছো সত্যে থাকবে অটল
মিথ্যা কভু বলবে না,
যতোই আসুক লোভ-লালসা
তাতে মোটেও গলবে না।


যতোই দেখাক ভয় ভীতি
বিন্দুমাত্র টলবে না,
বৈরী সময়, কথায় কথায়
ফোঁশ করে জ্বলবে না।


প্রশ্ন আমার তাদের কাছে
হাজারটা নয় একখান,
হঠাৎ কেনো ভোল পালটিয়ে
গাইছো বিপরীত গান?


এদ্দিন যাবদ সরল লোকের
বিশ্বাস নিয়ে খেলেছো,
বলো আছে কী প্রতিকার
যাদের ধাঁধায় ফেলেছো?


বিপদে যারা রঙ পাল্টায়
নয় তো তারা মানবিক,
সুযোগ সন্ধানী বেশধারী
এরা ঘৃণ্য মুনাফিক!


২৬ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ
১০ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ
মঙ্গলবার, রাত ০২:৩০ টা।