বিশুদ্ধ মন ভেবেছিল, প্রভাতের
প্রতিবিম্বসম আদিগন্ত,
তখন সে ভাবনায় বিভোর হবার
ছিলো না কোন অন্ত ৷


পরিক্রমায় পরিবর্তনের
অযাচিত মহা উৎসবে
বিকৃত হয়ে গেল সব
আয়োজন কবে কবে!


এখন এক আসমান চিন্তামগ্ন
চৈতন্যের মধ্য দুপুর!
অসহায়ত্ব নিয়ে দণ্ডায়মান
প্রখরতা মাথার উপর!


বিশুদ্ধ মন জানত যদি নিয়তি
রয়েছে বিভীষীকার কবলে
প্রভাতের আদিগন্ত প্রতিবিম্ব
আজ পড়ত না পদতলে ৷


হতাম না ভাবনার অধিকারের
সীমা অতিক্রান্ত!
প্রলম্বিত প্রতিবিম্ব দেখে
বৃথা হতাম না ভ্রান্ত!