ঢাকা-কোলকাতা হাইওয়ে রোডের পাশে থাকি
মনটা সদা ত্রস্ত থাকে, কখন কি হয় নাকি!
দিবারাত্র অষ্ট প্রহর গাড়ী চলে হাজার হাজার
অনেক উৎকণ্ঠার মাঝে রাস্তা হতে হয় পারাপার।


জীবনে এই রোডে দেখেছি, অনেক নির্মম পরিহাস
কত মানুষ এর বুকে এসে, ফিরেছে হয়ে লাশ!
তেমনি আজ বিকালে ঘটল আরও একটি অঘটন
বিকট এক শব্দ শুনে, রাস্তায় ছুটে গেল মন।


দেখি রাস্তায়, মাথা ফেটে বয়ে যাচ্ছে রক্ত ধারা
ঘাতক ট্রাকে চাপা দিল, দেখে আমি দিশেহারা!
এ ঘটনা দেখে কোন মানুষ এলো না তো ছুটে
যার কাজে সেই ব্যস্ত, আমিও গেলাম না উঠে।


ব্যবসাদার, পথচারী, সবাই নিজের কাজেই ত্বরা
দেখলো না কেউ, রোডের পরে পড়ে আছে মরা।
হাইওয়ে পুলিশ, থানা পুলিশ খবর পেল নাকাে
ঘাতক ট্রাক চলেই গেল, বলল না কেউ রাখো।


প্রশাসনের বড় কর্তাও পেলেন না সে খবর
পোস্ট মর্টেম হল না হায়, হলনা তার কবর।
পার্টির নেতাও এলেন না, সঙ্গে নিয়ে বহর
কোথাও যেন হয়নি কিছু, সুনসান এ শহর।


রাস্তা অবরােধ, গাড়ি ভাংচুরের পেলাম না নমুনা
তুলছে না কেউ বডিটাকে, বইছে রক্ত যমুনা।
এই ঘটনায় তেমন কারো দেখলাম না তো অস্থির
সাইরেন দিয়ে এ্যাম্বুলেন্স এলো না তো শিগগীর।


কেন এমন হচ্ছে সেটা আছে কারো জানা?
আমিও তো বুঝলাম না বিষয়টি ষোলআনা।
দেখলাম সে অনাবৃত, সারা গায়ে ভরপুর লোম
রাস্তায় যত দােপেয়ে কুত্তা, তারচে এর মূল্য কি খুব কম?