এই পৃথিবীর শীতল বাতাস আমার জন্য নয়
একটু খানি লাগলে বুকে জাগে মৃত্যু ভয়!
সুনীল আকাশ এক প্রহর দেয় যদি মোর আলো
তার চেয়ে অধিক সময় জীবন হয় যে কালো।


স্নিগ্ধ কোন ফুল যদি আমায় দেখে হাসে
প্রতিদানে জীবনটা চোখের জলে ভাসে!
নদীর জল ধাবমান সদা সম্মুখ পানে
আমাতে শুধু দ্রোহ তাই চলি উজানে।


পাখিরা রোজ সন্ধ্যায় ফেরে সুখের নীড়ে
আমার তো ফেরা নেই চলি ভাবনার ভীড়ে।
অপরূপ ফুলের বুকে রঙের ছড়াছড়ি
আশরাফ হয়েও মাটিতে খাই গড়াগড়ি!


আকাশের গায়ে একা তবু হাসে ইন্দু
আমি তো হাসতে পারি না এক বিন্দু!


রচনা : ০৩.০৮.২০০৭ খ্রিঃ