এইতো ক'দিন আগেও অপরাহ্নে, তুমি আর আমি বসতাম
বিলের ধারে মাছের ঘেরের পাড়ে নারিকেল গাছের তলে
ঘেরের ছোট্ট কুঠিরের সামনে, রঙিন ফুলগুলির হাতছানী
প্রকৃতির অপরূপ শোভা অবলোকন করতাম
মেঘমুক্ত হেমন্তের আকাশ
বিলের মাঝে সোনা বর্ণ ধানের হাসি
বকদের বিক্ষিপ্ত ওড়াউড়ি
শাপলা ফুলে মৌমাছির নীরব আনাগোনা
শেওলা জলে ছোট্ট মাছেদের লাফালাফি দেখে
মুগ্ধতায় হারিয়ে যাওয়া
বাঁশের খুটোর উপর একটানা বসে থাকা
মাছরাঙার আনমনা চাহনী
পাখার শৈল্পিকতায় গভীর মগ্ন হতাম
ওই যে একটু দূরে কেউটে ফুলেরা
আকাশের দিকে তাকিয়ে থাকত অপলক
আকাশটাকে নামিয়ে আনবে মনে হত
আমাদের চোখের সামনে বিলের জলে
লাল সূর্যটাকে ডুবে যেতে দেখতাম
আবছা কুয়াশায় ঘিরত চারপাশ
শিশির স্নাত সরিসা ক্ষেতের আইল বেয়ে বাড়ি ফেরা
পরদিন বিকালে আবার তোমার বাড়ি গেলাম
তোমাকে খুঁজতে
তুমি ঘরের দরজা জানলা বন্ধ করে বসে আছ
বার বার আসি আর তোমার সাড়া না পেয়ে
আহত হৃদয় নিয়ে ফিরে ফিরে আসি
দুজনে একত্রে প্রকৃতির রূপ দেখব
একা একা প্রকৃতিকে দেখতে ভাল লাগে না
জানি না হঠাৎ তোমার কি হল
কিসে এত অভিমান
তুমি রইলে বদ্ধ ঘরে
প্রকৃতি রইল বহমান
আর আমি যে দিনে দিনে বোবা হয়ে গেলাম


রচনা : ২৯.০৯.২০১৪ খ্রিঃ