আমার এদেশ নিত্য-নতুন
ফুলে-ফলে ভরা
ছায়া ঘেরা, মায়ায় ভরা
রূপে মনকাড়া।


আমার এদেশ সবুজে আঁকা
হাজার স্বপ্নে ছাওয়া
সুনীল আকাশ, শ্যামল শোভা
খুশিতে গান গাওয়া।


আমার দেশে স্নিগ্ধ নদী
চলে একে বেঁকে
মেঘ কনেরা শীর্ষে তার
আঁচল পেতে রাখে।


আমার দেশে চপলা ঝর্ণা
চলে হেসে হেসে
শিশির কণা মিষ্টি হাসে
সোনার ধানের শীষে।


আমার দেশে পলাশ ফোটে
নিত্য অনুরাগে
আকাশ সেদিকে চেয়ে থাকে
দিবা-নিশি জেগে।


আমার দেশে জোনাক জ্বলে
রাতের ঝোপ-ঝাড়ে
ফুলের বাসে দোলায় প্রাণ
ঘুমের স্বপ্ননীড়ে।


পান্থপাড়া, শার্শা, যশোর।
১৫.০৪.১৯৯৬ খ্রিঃ