উঠানের কোণে বসে দাদী
চাচতো নারকেল পাতা
খচ্ খচ্ করে চাচতো আর
বকতো শুধু যা তা।


তাঁর মুখে শুনতে এসব
লাগত যে খুব ভালো
তিনি খুব আদর করতেন
অন্তরটা তার আলো।


দাদী যেথায় যান না কেন
লাগতাম তার পিছে
এই কথাটি খুবই খাঁটি
নয়তো মোটেও মিছে।


পাতা দিয়ে বানিয়ে দিতো
চশমা আংটি ঘড়ি
ইচ্ছে হলে পাড়ায় যেতাম
দাদীর কোলে চড়ি।


রচনা : ০৭.০৪.১৯৯৭ খ্রিঃ