পাথরের মাঝে স্বচ্ছ জলাশয়
বাহির দেখে বুঝিনা, লাগে ভয়।
নোংরা নয় পরিচ্ছন্ন তার জল
তাকালেই দেখা যায় তার তল।


সেথা আকাশও আছে প্রশস্ত
পাইনা ভরসা, হইনা আশ্বস্ত।
আরো আছে ছায়াদার গুল্ম-লতা
সবুজ সমারোহে সান্ন্যিধ্যের নিবিড়তা।


আমি বাহিরটা দেখে মরি ভয়ে
বিষাক্ত সাপ আর নানা সংশয়ে।
ঝর্ণা সেতো পাথরেই ঝরে
এ কথা কার মনে পড়ে?


দৃশ্যমান গুরু গাম্ভির্য সম্মুখভাগ
ভেতরে দৃষ্টিনন্দন শোভা-অনুরাগ।
আমি তো চাই সম্মুখটা পরিচ্ছন্ন
হোক না ভেতরটা যতই জঘণ্য।


মোর জীবনটা ভরা শত ভুলে
হীরা ভেবে দু'হাতে কাঁচ নিই তুলে।
এবিষয়ে অজ্ঞ, তবু মোর হীরা চাই
পাওয়ার পর কাঁচটাকে ভেঙে যাই।


প্রাপ্তি-অপ্রাপ্তি দুটোতেই করি আফসোস
মতিভ্রষ্ট আমি, এটা মোর চিরাচরিত দোষ।


রচনা : ২২.০৩.২০০৭ খ্রিঃ