পাবদা, পুটি, ঝায়া
ক্ষুদ্র এদের কায়া।
কই, টাকি ও জেল
খুব শক্ত এদের দেল।


ইলিশ খেতে খুব স্বাদ
শোল, বোয়ালেরা বদ।
চিংড়ি, মায়া, চাঁদা
মনটা এদের সাদা।


গুচি, বেলে, ভেদা
প্রিয় এদের কাদা।
মাগুর বড় শান্ত
কাচকে দিক ভ্রান্ত।


বাইনের বপু হয় ক্ষীণ
টেংরা, আইড়, আঁশহীন।
কমনের পেটটা টেপা
গজার হলো ক্ষেপা।


খোরসুলার মোটা চোখ
চেয়ে থাকে অপলক।
কাতলের মোটা মাথা
মিররের গায়ে কাঁথা।


পানিতে উনমত সিল
চিংড়ির রক্ত হয় নীল।
আইড়ের পিঠ যে উচো
দেখলে মনে হয় ছুচো।


চিতলের ঘাড় বাঁকা
ঘৃণার পাত্র চেচুকা।
গিরাসের গা নরম
এর নেই হ্রী-শরম।


রচনা : ০৫.১০.১৯৯৬ খ্রিঃ


টিকা : জেল > শিং মাছ
ভেদা > রইনা মাছ
সিল > সিলভার কার্প মাছ