শালিক পাখি শালিক পাখি
আমার কথা শুনছো নাকি!
একটা বরই দেবে ভাই?
ক্ষুধা লেগেছে যে বেজায়!


কতদিন হতে পায় না কাজ
ক্ষুধায় মরি সকাল সাঁঝ।
কতদিন কিছু যায় নি পেটে
কাজ পেলে খেতাম খেটে।


আমার দিকে করো লক্ষ্য
তুমি এ কেমন যক্ষ!
তুমি তো ডালে বসি
ইচ্ছে মতো নিচ্ছ পুষি।


খাচ্ছো আর গাচ্ছো গান
আমার দিকে দাও কান।
তোমার মতো থাকলে পাখা
ফুরিয়ে দিতাম বরই ঝাঁকা।


রচনা : ২০.০১.১৯৯৭ খ্রিঃ