আমি থাকি সবুজ পাতায়, রঙিন ফুলে ফুলে
জ‌্যোৎস্না রাতে ঘুরে বেড়াই নদী কুলে কুলে।
আমি থাকি সবুজ মাঠে- অভ্রের যেথা মিত,
গাছের শাখায়- যেথা শুনি হাজার পাখির গীত।


আমি থাকি পাখির ডানায়-যেথা আশা দীপ্ত
ঝর্ণার কাছে, যেথা গেলে বেদনা হয় লুপ্ত।
আমি চলি হাওয়ার ডানায়, দিক থেকে দিগন্ত
উড়ে উড়ে ঘুরে ফিরি কাল হতে কালন্ত।


আমি থাকি রঙ্গমঞ্চে রং মেখে দিন কাটে
ঘুরে বেড়াই বন-জঙ্গলের বঙ্ক বাটে বাটে।
আমি থাকি নদীর বুকে, মুখে বংশি নিয়ে
কালের স্রোত বেঁধে রাখি বাঁশির সুর দিয়ে।


আমি থাকি দুঃখীর পাশে, ভালবেসে সৃষ্টিরে
মোরে পেতে চাও! এসো আমার ছোট্ট কুটিরে।
আমি থাকি মহা সমুদ্রে, যেথা উর্মি দোলে
দিন কাটে স্মৃতি ঘেরা, পল্লী মায়ের কোলে।


রচনা : ০৬.১০.১৯৯৬ খ্রিঃ