বন্ধু, এক রঙিন দিবসে, গিয়েছিলাম তোমার বাড়ি
যেথা তাল তমালের বাগ-বাগিচা সুপারী গাছ সারি সারি।
হৈ-হল্লোড়, হাসি আনন্দ ছিলো সে দিনকে ঘিরে
চলতে গেলে সে কথা আজও মনে পড়ে ফিরে ফিরে।


কি মনোরম পরিবেশ জড়ানো ছিলো সে দিবসে
রেখে আসা সেই দিনগুলি আজ স্মৃতিপটে ভাসে।
কপোতাক্ষের তীরে বসে সবে তুলেছিলাম ছবি
সুখের বেদনে মনের পাতায় লিখে রেখেছে কবি।


কপোতাক্ষের জলে পড়েছিলো আমাদের ভাঙা ছায়া
দেখেছিল ওপার থেকে সবুজ গায়ের কায়া।
সবুজ মাঠের কোমল বাতাস আজও আমায় ডাকে
মনটা আজও পড়ে আছে পথের বাঁকে বাঁকে!


রচনা : ২৫.১২.১৯৯৫ খ্রিঃ