হিমালয় থেকে কত বাতাস
          ঘুরে গেল আঙিনা
ফিরে গেল কত খরিপ হাসি
         তবুও ঘুম ভাঙেনা।

আঙিনার যত ফুল- বনে
         ছড়ায় জোনাকী কিরণ
বনের গোড়ালিতে নিরবে
        জাগায় সদা শিহরণ!

ভাঙা আয়না জুড়াজুড়িতে
       তুমি আজো আছো মেতে
কত মুগ্ধতা হায়! নিভৃতে বয়ে যায়
        দেখলে না আঁখি পেতে!

রচনা : ০৮.০৩.২০১৫ খ্রিঃ