সব সয়ে নিয়ে যখন
দেখাই সরলতা,
বিপরীতে ভেবে নাও
সেটা দূর্বলতা!


উপহার ভেবে নিজকে
পারতে রাঙিয়ে নিতে,
বিনিময় নয়, হৃদয়ে যদি
একটু জায়গা দিতে ৷


সরলতার অমিয়ধারা
পিয়েছো পল্লবাধরে,
কিন্তু এর তিয়াসা কী
দেখেছ অনুভব করে?


সরলতা সলিলসম
নেই কোন তার রূপ,
তারও মারাত্মক ছোবল
ফেলে অন্ধকূপ!