কাজের মধ্যে কাজ করতে হয় আমার
সময় তো পাই না একটুও থামার!
সকালটা যখন শুরু হবে
ছুটাছুটি দেখবে আমার তবে।


ভোরবেলা মসজিদের পথে দাঁতগুলো মেজে
নামাজের জন্য অতঃপর নিতে হয় সেজে।
মুখ ধোয়া অজু করা হয়ে যায় এক সাথে
সময় পেলে বসি কোরআন তেলাওয়াতে।


কোনদিন হয়ত ঘুম ভাঙার আগে পড়ে যায় ডাক
এক জায়গায় মিলতে হবে যে যেখানে থাক্ ।
হাল-হাতিয়ার সাথে নিয়ে বেরুতে হবে মাঠে
কষ্টের কথা পড়লে মনে হৃদয় নামে পাটে!


কাজ করি পরের ক্ষেতে
নানা গল্পে থাকি মেতে।
এরই মাঝে মনের কোণে এঁকে যাই কাব্য
লেখার সময় পাব কী তা অসম্ভাব্য!


এমনি করে কালের গহ্বরে ঢেকেছে কত কথা
ব্যথাকে না বুঝাতে পারাটাও অনেক বড় ব্যথা!
কত যে কষ্ট করেছি হায় জীবনের শুরু থেকে
শরীরের সব রক্ত দিয়েও শেষ হবে না লিখে!