দর্শক তার বীরত্ব দে'খে ভাবে তাকে অবতার,
যা করে প্রদর্শন সব অভিনয় মিথ্যা এবং অসার।
সে নগ্নতা দিয়ে ঢাকে নগ্নতাকে,
অশ্লীলতা দিয়ে ভাঙে মগ্নতাকে!


অভিনয় করে সমাজ বদলের প্রয়াসে,
কিন্তু যুব সমাজ ধ্বংস এর কােরাল গ্রাসে!
সে পাল্টাতে চায় এই সমাজের হাল,
সুস্থ বিনোদন নয় অশ্লীলতায় তার ঢাল।


ভালোর চেয়ে মন্দই হয় বেশী রপ্ত,
সুপ্ত মনের মানব মানবীকে করে দেয় উতপ্ত।
নাম, যশ, অর্থের গড়ে বিশাল ক্যারিয়ার,
নিজের জীবন পাল্টাতে সমাজ হয় হাতিয়ার।


সংলাপ করে, শপথ করে মাথায় রেখে হাত,
সইবে না আর অন্যায় করবে যে প্রতিবাদ।
কিন্তু বেগানা ছেলে মেয়ের চলে আলিঙ্গন!
বাহুডোরে টেনে চুম্বনে মাতায় দর্শক মন।


অভিনেত্রী পুরুষ সাজে কাজ করে পুরুষালী,
পুলিশ, ছিনতাইকারী, পকেটমার কখনও বা মালী।
প্রেমিকা হয় মা হয় কভু ভিখারিনী বা রানী,
কৃত্রিম স্নেহ ভালবাসা দিয়ে করে কানাকানি।


অভিনেতা নানা রকম চরিত্রে মাতায় দর্শক,
চোর-ডাকাত, গোন্ডা মাস্তান কখনও সাজে ধর্ষক।
যতই সে ক্যামেরার সামনে করে নাকো অভিনয়,
চরিত্রায়ন করতে গেলে, সত্যিই এমন হতে হয়।


নারী; কখনও সেবিকা কখনও হয় মা,
অভিনয়ে নীবিড় সেবিকা স্বামী সেবা পায় না।
কখনও সে বিরঙ্গণা, কখনও সাজে পতিতা,
অন্যায়ের মূলোৎপাটন করতে হতে হয় অনাবৃতা!