তুমি এক অতিশয় থুত্থুরে বুড়ি,
অলঙ্কারে ভরা সারা অঙ্গ জুড়ি।
যৌবনহীনা, ত্বকে বয়সের ভাঁজ,
অঙ্গের বসনে অপরূপ কারুকাজ।

দন্তবিহীন মুখ, ফোকলা যে তুমি
সৌন্দর্যের মোহে সবে দেয় চুমি।
ওই বিষমাখা হাসিতে যে হয় বশ
নীলাভ কণ্ঠনালী, জীবনে আসে ধস্ ।

বোকারাই সদা ছোটে তোমার পিছে
মাতাল হয়ে ঘোরে, সদা মায়া-মিছে।
জ্ঞানীরা চায় না ওই প্রেম-আভরণ
যতই হোক না মনে রক্ত ক্ষরণ!

বোকারা মত্ত ওই কারুকাজ-হেমে
জ্ঞানীরা মশগুল কারিগরের প্রেমে।

রচনা : ০৪.১০.২০১৪ খ্রিঃ