গ্রাজুয়েট পাশ ক'রে, পরের
ক্ষেতে খাটে মজুর,
পারে না বাড়ি মাথা গুজতে,
ভয় আছে জুজুর!


ধর্ম কর্ম গোসল খাওয়া
তার নাই তো স্বাভাবিক
মনের মাঝে শঙ্কা সদা
সে পালায় দিগ্বিদিক!


রাতের বেলা বৌ'টি যে তার
পায় না কাছে স্বামী,
দুঃখের কথা, শান্ত ছেলে
ফেরারী আসামী!


দু'বছরের বাচ্ছা আছে,
পায় না বাবার ছোঁয়া,
পঙ্গু পিতা, অসুস্থ মা
আছেন বাড়ি শোয়া!


মেধাবী হয়েও চাকরি কৈ?
নেই মামা খালুর জোর,
দশটা লোকের গ্রাসাচ্ছাদন,
সে চিন্তাতে বেঘোর!


প্রতিহিংসার আগুনে তাকে
যারা দিলো ফেলে!
এ হলো তামার আর তারা
গাঁয়ের সোনার ছেলে ৷


১৪/০৯/২০১৭