নদী খাল পুকুর যা আছে
আমাদের নগরীতে,
সব আবর্জনার দখলে
কোথা যাই সাঁতার দিতে ৷


আছে এক দুইখান সুইমিংপুল
তাও বেশি মাসিক চাঁদা!
সাধারণের হয় না মোটেও
সাঁতারের স্বপ্ন সাধা!


তাই বলে কী সাধারণের
হবে না সাঁতার শেখা!
নদীমাতৃক দেশ, অপূর্ণ
র'বে কী স্বপ্ন দেখা?


এখন বর্ষাকাল, সুইমিংপুল
খোঁঁজা লাগে না তো আর,
যেথা সেথা শেখো সাঁতার
খুলে নিজের ঘরের দার ৷


৩১/০৭/২০১৭