“এমন কথা বলবো না       অমন পথে চলবো না”
               কেউ কেউ এমন ভাবে,
এমন কথা বললে             অমন পথে চললে
              তার ঈমান চলে যাবে।
চাইছো না যা বলতে            যে পথে অনীহা চলতে
             উক্ত কথায় আছে ঢের যুক্তি।
রয়েছো যাতে মশগুল        তাতেই সহস্র ভুল!
            তাতে নেই তো কারোই মুক্তি।
ঈমান না যায় ছুটে          তাই লেগে আছে উঠে
              সেটা জানেও না নিজে
পড়ে আছে গোলধাঁধায়        রীতি দিছে বাপ-দাদায়!
                করবে এখন কি যে?
কীভাবে তা বাঁচাতে যায়?         অটুট কী উপলব্ধিও নাই!
            ধার্মিকতার নামে করে ন্যাকামো
দৃষ্টিহীন দলকানার চোখ          যতই যুক্তি দেওয়া হোক
            মানবে তাদের অন্তরে মহাব্যামো।
তার ধারনায় ভুলটা             অধিক ক্ষেত্রেই উল্টা
               আঁধারে ছুড়ো নাকো তীর,
অন্যকে না দিয়ে ঘাত       দূরে রেখে জাত-পাত
              সত্যকে জানো ধীরস্থির।


০৪/০৮/২০২৩