ফসল ফলিয়ে সমতল, গর্ব করো চাষী,
নিজের দেশের সাধক তুমি, দেশকে ভালবাসি ৷
তুমি সাধক নও গো চাষী, সেই তো সাধক আসল,
পাহাড়ের ঢালের জমিনে ফলায় সাধের ফসল ৷


তোমার এখানে বীজ পড়লেই এমনিতেই হয় চারা,
ঊষর ভূমে সোনা ফলাতে, ক্লান্তিহীন যে তারা!
চাষী তোমার নিজ গুণে, হয় না সোনার ফসল,
কোমল ভূমিতে, ধরে রাখো বর্ষার সুপেয় জল ৷


পাতাল থেকেও পানি তোলো তোমরা ফলাতে অন্ন
একমুঠো শস্য ফলাতে জীবন তাদের বিপন্ন!
তোমার আছে তড়িৎ স্যালো, আধুনিক যন্ত্রপাতি,
তারা পাহাড় চূড়ায় সোনা ফলাতে অক্লান্ত দিনরাতি ৷


বিপদ সঙ্কুল পাথরের বুক খুড়ে অস্ত্র দিয়ে,
পথ ঘাটহীন মেঘের উপরে ফসল ফলায় গিয়ে ৷
সেথা শস্য ফলাতে আছে কত শত বাধক
তোমরা নও হে চাষী ওরাই আসল সাধক ৷


১৫/১০/২০১৬