সমাপ্তিরও একটা সমাধান বা সমাধি আছে,
সমাধানে ভুলের সমাধি দিয়ে জীবন বাঁচে ৷
এরপর শুধু নিঃশ্বাসটুকু নিয়ে বেঁচে থাকা,
সে জীবন স্বাদহীন, শুধু ধু ধু মরু ফাঁকা!
সমস্যার মূলোৎপাটনে নিজে হয়ে সমাহিত,
হয় না সমস্যার সমাধান, আরো হয় বিস্তৃত!
যার সমাপ্তি নেই কিংবা নেই সমাধান,
সে জীবন সমাহিত থেকে কত ব্যাবধান?