সোনার মানুষ না হলে
হয় কী সোনার সংসার?
মনের অনলে স্বর্ণমহলও
পুড়ে হয়ে যায় ছারখার!


"সংসার সুখের হয়
জানি রমণীর গুনে",
গুণ যদি পুড়ে যায়
ঔদ্ধত্যের আগুনে!


ঠেকানোর কী সাধ্য আছে
স্বয়ং বিধাতার?
প্রাসাদ নয়, সোনার মানুষে
কুটির হয়ে যায় সোনার!


২৮/১১/২০১৬