নিত্য আরাম করে আহার সারেন বড় কর্তা,
একশো বর্গের টেবিলটাতে ত্রিশ পদের ভর্তা।
সরসে ইলিশ, নানা মাছের ভুনা, ঝোল, চচ্চড়ি,
হরেক রকম মাংস ও ঘি দিয়ে ভাজা বড়ি।


জনতা দুমড়ে মুছড়ে যাচ্ছে ঘাতে প্রতিঘাতে,
সংজ্ঞা নাই, বিশ পদের তরকারি কর্তার পাতে!
দশজন লোকের খাবার একা গিলছেন গোগ্রাসে,
অথচ দ্রব্যমূল্যের উত্তাপে জনতা ত্রাসে!


তার তো কোন চাপ নেই, খাচ্ছেন যাদের টাকায়,
আবার ধোঁকা দিতে তাদের বুলি আওড়ান ফাঁকায়।
কল্পনাতে দেখেন তিনি দেশের মানুষ কত,
আছে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে তারই মত।


অসুখ হলে যান, উন্নত দেশ সিঙ্গাপুর জাপান,
জনতার অসুখ হলে চিকিৎসা বিনা হাঁপান।
ছদ্মবেশে একদিন আসুন জনতার কাতারে,
দেখুন, ভাসছে মানুষ ঠিকানাহীন অকুলপাথারে!


মেহনতির একমুঠো ভাত জোগাতে নাভিশ্বাস!
যুদ্ধাহত অনাথ শিশু ছিঁড়ে খায় মাঠের ঘাস!
মানুষ হয়ে পৃথিবীতে একজন বিবেকবানের,
জীবীত থাকা তার জন্য কতো অপমানের!


০৪/১১/২০২৩ খ্রিঃ