সত্যের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বোধহীন যেই জন,
দ্বীধা না ক'রে মিথ্যার সাথে করে পরিমাপন।
কোনো দলকানা মিথ্যাকে না ক'রে নিরূপণ,
মিথ্যাকেই মেনে নেয় সত্য হিসেবে চিরন্তন।
মানুষ ক্ষুদ্র স্বার্থের জন্য ঘুরিয়ে দেয় দৃষ্টিকোণ,
বুঝতে চায় না নৈতিকতা দিয়ে যাচ্ছে বিসর্জন?
সত্য পথে সে আর করতে পারে না প্রত্যাবর্তন,
মৃত্যুর পরেও অন্ধভাবে আঁধারে হয় নিমজ্জন।


মিথ্যার ওপরে দৃঢ় হয়ে আছে যার আসন,
সত্যকে কীভাবে স্বীকৃতি দেবে দুষিত মন?
কেউ সত্য জানে কিন্তু মানেই না আজীবন,
সত্য জেনেও কেউ কৌশলে করে তা গোপন।
কেউ করে সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ,
কেউ জীবন বাজী রেখে সত্য করে উন্মোচন।
সত্যকে কেউ করতে যায় চিরতরে উৎপাটন,
কেউ প্রতিরোধ করতে হারায় উজ্জ্বল জীবন।


হারায় পৃথিবীতে জীবন ধারণের সব উপকরণ,
মাতা পিতা স্ত্রী সন্তান শান্তির সংসার পরিজন।
সত্য জেনেও যেজন তার গায়ে দেয় আবরণ,
লাঞ্ছনায় চিরতরে জাহান্নামে হবে নিক্ষেপণ।
কী কল্যাণ ক'রে এসব ধ্বংসাত্মক আয়োজন?
অতীত নিয়ে কেউ কী করে নিবিড় পর্যবেক্ষণ!
যুগে যুগে কতো মানুষ প্রতাপশালীদের মতন-
ইতিহাস স্বাক্ষী তাদের হয়েছে নিদারুণ পতন।


কেউ করে না, কেউ সাদরে করে সত্য গ্রহণ,
কেউ জীবনে ব্রত নিয়ে সত্য করে অনুসরণ।
কেউ পরিত্রাণে সত্যকে করে বেড়ায় অন্বেষণ,
কিন্তু কেউ পায়, কেউ পায়না ভাগ্যের লিখন।
সত্যের গায়ে সন্তর্পণে কেউ পরায় কাফন,
হয় না সফল বরং তার হয় অভিশপ্ত দাফন।
সত্যের প্রদীপকে যে-ই করতে যাক নির্বাপন,
অবশেষে সত্যের জয় তার হয় পরাজয়বরণ।


১১/০৬/২০২১ খ্রিঃ