মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করে উপস্থাপিত যেরূপে!
তা পার্থক্য করার চেয়েও সহজ সুই খোঁজা খড়ের স্তুপে!
কে প্রথম ভাঙন ধরিয়েছিল এক মজবুত বুনিয়াদে?
বিশ্বাসীদের হৃদয়ে রক্ত ক্ষরিয়ে কে ফেলেছিল ফাঁদে?
তাদের এহেন কর্মে বিশ্বাসীগণ হয়েছিল দিশেহারা!
আর তারা হয়েছিলে স্বঘোষিত আকাশের ধ্রুবতারা।


কে প্রথম সরল সত্যের পথে ঘটিয়েছিলো বিভাজন?
অনাদীকাল পর্যন্ত সেসব ভুলের মাশুল দিবে কোন্ জন।
খোদার বিধানাবলীকেও করেছে পরিবর্তন পরিবর্ধন
বিশ্ববাসীর কাছে নিজেদেরকে কলুষমুক্ত করতে প্রদর্শন।
বিশ্বাসীদের নেতার নেতৃত্ব ছিনিয়ে হয়েছিলো অভিসিক্ত,
মান-মর্যাদা ভুলুণ্ঠিত করে, সম্পদ কেড়ে করল রিক্ত!


কে প্রথম সৌভাগ্যের গৃহে করেছিলো অগ্নি সংযোগ?
অভিভাবকত্ব অমান্যকারী ঈর্ষাপরায়ণ অন্তরে মহারোগ!
খোদার সকল অনুগ্রহ দিয়ছে পদপিষ্ট করে বরবাদ!
বিশ্বাস ঘাতক মহাপাতক সীমাহীন তাদের অপরাধ!
পুরো পৃথিবীর কর্তৃত্ব সভ্যতা করেছিলো ছিনতাই!
কেয়ামতাবধি কারো উপলব্ধি হবেনা ছিল এমন চিন্তাই!


নিষ্পাপের বিরুদ্ধে প্রচলন করেছে মিথ্যাপবাদ কটু বাক্য!
মিথ্যার সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে, ইতিহাস তারই সাক্ষ্য।
মিথ্যার দাপটে অনুগ্রহপ্রাপ্তরা কোণঠাসা আজীবন তুচ্ছ,
সাম্য শান্তি প্রতিষ্ঠায় অগ্রণীদের নিশ্চিহ্ন করে হয়েছে উচ্চ!
কে প্রথম স্বর্ণালী সময়ে নৈরাজ্যের চারা করেছে রোপন?
কে প্রথম প্রচলন করে নিজেদের অপকর্ম ও সত্য গোপন?


এমন কোনো পাপ নেই যা তাদের দ্বারা হয়নি সংঘটিত,
এমন আচরণ না করলে ধরায় মানুষ জান্নাত দেখতে পেত।
যদি আসমানের মালিককে সম্মুখে পেতো তাকেও তাহলে
অপদস্থ করতে দ্বিধা করতো না জাহান্নামের কীটের দলে।
তাদের মতো কীটেরা না জন্মালে সৃষ্টি হতো না জাহান্নাম
প্রতিটি মানুষ নকল জীবনের অধিকারী, ভয়ঙ্কর পরিণাম!


সব বিষয়ে মতভেদ বিভক্তি সত্য সঠিক খুঁজে পেতে হয়রান,
যখন মানুষ সত্য খুঁজে পায় সেখানে তারা করে স্বীয় জয়গান।
সুদূর প্রসারি পরিকল্পনা, ধরার বুকে নজিরবিহীন ষড়যন্ত্র!
অধিকাংশই তাদের দলভুক্ত, প্রদান করেছে অলীক মন্ত্র।
লোভী স্বার্থপরদের সহজে ধোঁকা দিয়ে বানিয়েছে বোকা,
কিন্তু সত্য প্রিয় মানুষদের যাবে না কষ্মিণকালেও রোখা!


কার ভাবনায় পৃথিবীর সর্বাপেক্ষা ঘৃণিত নিন্দিত অপকর্মের
ভিত্তি স্থাপিত হয়েছিলো, শেষ বিচারে হিসেব হবে এর।
তাদের হিংস্রতার জন্য মানুষ মুখ বুজে সব সয়ে গেছে,
পরিক্রমায় সত্য নীরব, মিথ্যা সত্য রুপে প্রতিষ্ঠিত হয়েছে।
বহু যুগ পর মানুষ আজ জেনে যাচ্ছে প্রকৃত সত্যটাকে,
পাপের ঘড়া পূর্ণ হয়েছে আর ঢেকে রাখা যাবে না তাকে।


15/06/2023