হে সময় তুমি যদি সদা-সর্বত্র
করতে পার বিরাজ,
তবে তিনি কেন নন? তোমার-
সৃষ্টিকর্তা রাজাধিরাজ?


তুমি যদি সদা-সর্বত্র
থাকতে পার হে বায়ু
তবে তিনি কেন নন?
যিনি সবার দেন আয়ু?


তুমি যদি সদা-সর্বত্র
থাকতে পার হে আঁধার,
তবে তিনি কেন নন? যিনি
সৃষ্টি করেছেন তোমার?


তুমি যদি সদা-সর্বত্র
ছড়াতে পার হে আলো
তবে তিনি কেন নন? যিনি
ধরার বুকে রঙ ছড়ালো ৷


চোখের পলকে সব হয়ে যায়,
'হও' বললে যিনি
তবে কোন যুক্তিকে সদা-সর্বত্র
থাকতে পারেন না তিনি?


০৩/০৯/২০১৭