দেখছি তোকে আশৈশব,
যা ভাবতাম তা নয়,
ফুলের হাসির খবর জানতাম,
আগ্নেয়গিরির খবর জানতাম না,
তাই ভালো বাসতাম,
জানলে এত জড়াতাম না,
চিনে গেছি, বুঝে গেছি
কেমন তোর ভয়াল রূপ!
যা কিছু যোগ বিয়োগ হয়েছে
তাতে কোন দুঃখ নেই,
দুঃখ! একজোড়া গ্রহ ভুল
আসমানে হয়েছে উদিত!
ভেবেছি রেখে যাবো নিরাপদে,
ব্যর্থ হলাম, এখন মধ্যরাত,
তারাও তোর ভয়াল রূপ
দেখতে অভ্যস্ত হয়ে গেছে!
ঐশ্বরিক কৃপায় মিটমিট করছে!
আর একটু অবকাশ চাই,
প্রতিস্থাপন করে যাওয়ার ৷


২৯/০৯/২০১৮