একই জমিনে করা হয় কতো ফল ফসলের চাষ,
এক মাটিতে অঙ্কুরিত, গ্রহণ করে একই নির্যাস।
বৃক্ষ ও শস্যের পাতা ফুল ফল বর্ণিল রূপ আকার,
কাঁচা ফলের আলাদা নাম, স্বাদ, ভিন্ন স্বাদ পাকার।
মনমাতানো স্বাদ, সুগন্ধের রসালো ফলের বাহার,
মৌসুমী ফলে মানব দেহের জন্য বৃহৎ উপকার।


একই জমিনে বাগিচায় হরেক ফুলের সমারহ,
ভুবন শোভিত করে, দর্শনে মানুষ মুগ্ধ প্রত্যহ।
নানা ফুলের বাহারি নাম, মনোহর রূপ সুঘ্রাণ।
অপরূপ সৌন্দর্যে চোখ জুড়ায়, ভরে যায় প্রাণ।
নানা শ্রেণির মাছ একই পানিতে সাঁতার কাটে,
দেখে হৃদয় নাচে, খাল, বিল, নদী পুকুর ঘাটে।


কোনোটা অপূর্ব আবার কোনোটা খুব ভয়ানক,
মাছের নান্দনিক চেহারা দেখতে উৎস্যূক চোখ।
শরীরের গঠন ও স্বাদ ভিন্ন যদিও একত্রে রাঁধে,
ভোজনে রসনা পরিতৃপ্ত হয় রকমারি আস্বাদে।
একই ভূপৃষ্ঠের লোকালয় ও জঙ্গলে বাস করে-
নানা প্রজাতির পশু পাখি, তারা ডাকে ভিন্ন স্বরে।


তাদের কারো মাংস খাওয়া যায় কারোটা যায় না,
কেউ নিরীহ কেউ ভয়ংকর পোষ মানানো যায় না।
সমুদয় পশু পাখির মাংসের স্বাদ এক রকম নয়,
জিভে ভিন্ন স্বাদ গ্রহণের অনুভূতি দিয়েছো প্রজ্ঞাময়,
এসবের সৃষ্টিকর্তা তুমি খোদা তুলনা নাই তোমার,
তুমি মহাজ্ঞানী মহাবিজ্ঞানী বৈশিষ্ট্যের নেই শুমার।


২৮/০৬/২০২১ খ্রিঃ