চোখে যখন যা করি অবলোকন,
তা-ই মনে সৃষ্টি করে আলোড়ন।
ভাবি পেয়েছি 'এক অমূল্য রতন',
এটা জীবনে করবো প্রতিফলন।
এটার মাঝে আছে অনেক শিখন,
কিন্তু নেই তার কোনো অনুশীলন।


শিখবো শিখবো করে সময় ক্ষেপন।
চোখের আড়াল হলে থাকে না স্মরণ।
রিপু অন্য দিকে করায় দৃষ্টি আকর্ষণ,
বিবেকবোধ কচুপাতার পানির মতোন।
যখন যে রঙ দেখে তাই করে ধারণ,
কারণে বা অকারণে শোনে না বারণ।


তলাবিহীন ঝুড়ির মতো খেয়ালী মন,
তাতে যা-ই রাখা হয় ঘটে তার পতন।
চারদিক প্রতিকূল পরিবেশ নিমজ্জন,
প্রবৃত্তির সাথে লড়াই চলে প্রতি ক্ষণ।
খুবই অসহ্যকর নিষ্ঠুর এক জ্বালাতন,
স্বকীয়তা রাখা দুরূহ, সে বড় উচাটন!


১৯/০৯/২০২৩ খ্রিঃ