অবসর সময়ে বা কাজের ভিড়ে
কেনও লেখি অামি
একা অানমনে ।
অামিতো সাহিত্যিক নই,
নই কোনো কবি।
না পেশা অামার লেখালেখি ।
তবে লেখি কেনও অামি  !
একি শুধুই বারাবারি ?
(*কে যেনও অামার প্রশ্নের উত্তর দিলো!!! )


যারা বলতে পারে না প্রাণের কথা
মুখ দিয়ে উচ্চারণ করে !
তারা কলম হাতে নেয় তুলে
তারা বোঝে না,
কোন দারিতে পৃথিবী চলে
কিসে তার মায়া !
মনের তাপসে,
শুধু লিখে যায় চলে।


হঠাৎ, করে যদি মিলে যায়
দু'টি অায়াত(লাইন) তা
লেখার জন্য খুঁজি কলম-পাতা।


অামিতো নই অাধ শ্রীজ্ঞ
অতি নগণ্য একটি বৃক্ষ।
পরাণ মাঝে হাতটি রেখে
ভালবেসো, মোর সৃষ্টিকে
নহে অামারে গো
নহে অামারে ।


রচনাকাল :০৫/০৩/২০১০ইং