যারে পাখি যা __
তোর আপন ঘরে যা
যারে পাখি যা __
তোর আপন ঘরে যা ।
পরের তরে , পরেরও ঘরে
তুই অনেক খেটে মরলি ;
এবার , আপন ঘরে যা  ।
এই ঘরে নেই
কালের কোন টান্
যা করেছো সব হবে , প্রমান ।
এই  ঘরে নেই
মিথ্যেরও কারবার ।


পরের ঘরে বয়স করলে শেষ
কাজা রইলো ,
আপন ঘরের কাজ ।
কার কারোনে গড়লে গো
         প্রাসাদ
কার প্রাসাদে ,কে আজ
        মহারাজ  !
পরের তরে ,পরেরও ঘরে
তুই বিধাই খেটে মরলি
এবার , আপন ঘরে __


গীতিকাব্য:  ১০/০৯/২০১৬ইং