আগুন্তক কড়া নাড়
দেখছে ধ্রুবতারা, শুনছে দিশেহারা
জীবনের কোলাহল পথে দাঁড়িয়ে যুগান্তর,
তবু বলা হবে না তাকে, কতবার বলেছি রাতে।


সব এলোমেলো করে
চলো যাই, যেখানে যাবার কথা নয়
কত ভয় যদি ছিঁড়ে ফেলো আশ্রয়
সুখ খুঁজে-খুঁজে মুখ বুজে জীবনের অবক্ষয়।