.           কখনও ভাবি মনে মনে
            সূর্য উদয়ের পথ,
            যদি খুঁজে পেতাম !


            হয় তো আমি,
            এই অবহেলিত দিনটি,
            কাজে ধরে রাখতাম !


            কখনো ভাবি মনে মনে
            দিনের সব ক্লান্তি নিয়ে,
            সূর্য্য পশ্চিমে ডুবে যায়,
            যদি আমি অন্ধকারে আলো নিয়ে
            আসতে পারতাম !


            কখনও ভাবি মনে মনে
            যদি দখিনা হাওয়ায়
            আমায় নিয়ে যায়,
            উত্তরে হিমালয় পর্বত চুড়ায়
            হয় তো আমি প্রাণ ভরে,
            নিশ্বাস নিতাম !


            এই নীরব জীবনে পৃথিবীর
            অপরূপ সুন্দর দুটি
            চোখ খুঁলে দেখতাম !