-             চৈত্রের উত্তাপে খাল বিল
              শুকিয়ে গেল আজ !


             অনাহারে পড়ে আছে
             জেলের দল,
             কর্মহিন চলিতেছে তাদের দিন কন।


            মাঠ ভরা সবুজ ধান
            শুকিয়ে যায় পানি বিহিন।


            কৃষক নিরবে করে. হাহাকার,
            তাদের  দিন যায় বৃষ্টির অপেক্ষায়।


            নীল আকাশ ছিলো মেঘ মুক্ত
            ঈগল গুলি উড়িতেছে ডানা মেলে,
            সীমাহীন পথ কত !


            দখিনা হাওয়ার অপেক্ষায়
            জানালা আজো খুলে রেখেছি !


            বাশ বাগানের শীতল হাওয়া
            কবে যেন  ধুয়ে নিবে মোর ক্লান্তি !


            আমের বকুল পড়ে আছে
           রোদ্র  মাখা ধুলি বালিতে !


           চরই পাখি সিম বাগানে আছে ব্যস্ত,
           এই দিন প্রহরে !


          বসন্তে বিদায় বেলা ফুটে ছিল
          সিমুলের ফুল সারাটা গাঁ,
         পুরাতন ব্যর্থতা ফিছে পেলে
         বৈশাখ নিয়ে এলো ;
         এক নতুন বৃষ্টির বার্তা !!!