.      কত উত্থান,কত পতন দেখেছি
       আজ চোখের আলো
       লুকিয়ে আছে কেন ?
            
       মানুষ অনাহারে দিন কাঁটায়
       ক্ষুধার জালায় মানুষ অতিষ্ঠ,  
       পছা বর্জ্য তুলে মানুষের
       ক্ষুধা মিঠায় !  
            
        পৃথিবীতে দেখি পুঁজিবাদের উত্থান
        এক দিকে বাংকে টাকার পাহাড়,
        অন্য দিকে নিরব দুর্ভিক্ষ
        মানুষ অসহায় !  
        
        মানুষ অনেক কিছু দেখে
        কিন্তু তার সাহস নেই,
         চোখ খুলে দেখবে !


        মানুষ অনেক অন্যায় অত্যাচার দেখে
        কিন্তু সাহস নেই,
        প্রতিবাদ করার !
      
        সাস্রজ্যবাদী রাষ্ট্র গুলি মাথাচাড়া  
        দিয়ে উঠেছে,
        পৃথিবীর এক প্রান্তে থেকে
        আরেক প্রান্তে যুদ্ধ বেঁধে দিচ্ছে।


        লক্ষ,লক্ষ বমা ফেলে
        অগণিত মানুষ হত্যা করে,
        সৃস্টি করে লাসের মিছিল !


        তারা মানবতার বাণী পড়ে
        আবার তাদের স্বার্থ ক্ষুণ্ণ হলে,
        মানবতাকে গলাটিপে হত্যা করে !  
        
        পৃথিবীতে কিছু মানুষ বর্ণবাদ চর্চা করে,
        এক দিকে দেখে চামড়ার রঙ,
        আরেক দিকে খুজে ভাষা।


        ওদের হৃদয় বলতে কিছু নেই
        ওদের হৃদয় কাকের চেঁয়েও কালো,
        রক্ত জমাট হৃদপিন্ডে !


        কখনো ধর্ম ব্যবসায় উছ্রিঙ্খল হয়ে
        নিরিহ মানুষকে হত্যা করে,
        মানুষের মনে ভয় বৃতি সৃষ্টি করে !


        ওরা পচা গুমড়া ভন্ড
        সমাজে শান্তি বিনষ্ট করে !


        ওদেরকে মানুষ,ফিছনের দরজা খুলে
         বহু যুগ আগে বের করে দিয়েছে !      


        আজ কে দিবে মানবতার বাণী ?
        আজ কে দিবে পৃথিবীতে মানুষের,
        নিরাপপত্তা বেষ্টনী ?


        পৃথিবীর রাষ্ট্র গুলি করিতেছে
         অস্ত্র প্রদর্শনী !