.          আর কত বিশ্বাসে ডুবে থাকব ?
            এখনো রয়ে গেল আকাশে কালো মেঘ !
            আমি কবে দেখব,
            আকাশে পাখিরা দল বেঁধে,
            উড়িতেছে সিমাহীন পথে !
            আমি তো অপেক্ষায় ছিলাম
            সাতচল্লিশ বৎসর,
            অপেক্ষার দিন তো শেষ !
            এখন কেন মানুষের মন,
            কুবে পোষে উঠে ?
            আজ দেখি স্বাধীন দেশে
            মানুষের বাক স্বাধীনতার  
            হাহাকার !
            আমি দেখেছি শহীদের
            রক্ত ভেসে গেছে,
            আটই ফাল্গুন !
            আমি আজ কেন দেখি
            হারিয়ে যাচ্ছে,
            আমার মায়ের ভাষা
            চলিতেছে বিদেশী মিডিয়ার
            সাংস্কৃতিক আগ্রাসন !
            হারিয়ে যাচ্ছে আমার
            সাংস্কৃতিক মূল্যবোধ !
            আমি কারো না কারো
            রোষানলে আজও পড়ে আছি !
            প্রতিটি মানুয় মৃত্যু প্রহর গুনছে,
            পড়ে আছে অনাহারে দিন তাদের।
            কবে যেন ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায,
            হয় তো একদিন
            মানুষ কেঁপে উঠবে !
            আমি তো সেই দিনের
            অপেক্ষায়,আজও আছি !