অক্ষি অশ্রু কপোল গড়ায় হৃদয় তৃষ্ণা ভরা
জলের মাঝে বসত গড়ে মনের ভেতর খরা
গোলাপ পাঁপড়ি ঠোঁট দুটিতে থাকতো হাসি লেগে
জীবন গড়ার স্বপ্ন হাজার রাত কাটাতো জেগে।


স্রষ্টা দেয়নি মঞ্জুরি তার ঘরটা বাঁধা হয়নি
দুখ সাগরে বাইছে তরী সুখ যে তারে সয়নি
নীলোৎপলে ফুটবে বলে পদ্মদিঘীর পাড়ে
রোজ সেখানে বসতো মেলা চাইতো কতোক আঁড়ে।


ভালোবাসার কানন জুড়ে প্রেমের সুবাস বইতো
খুনসুটিতে মজতো দু'জন মান-অভিমান সইতো
আজ সেখানে বসত করে ঘৃণার পাহাড় শতো
দাওনা বলে এই অবেলায় সইবো কষ্ট কতো?



১৯ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।