একবুক কষ্ট আমায় পৃষ্ট করছে।
ভালবাসা পেয়েছি,
ভালবাসা ভুলে থাকতে হয়তো কষ্ট হবে
তবুও.......................।
প্রস্থান কষ্ট দায়ক
তবু যেতে হবে।


বাজবেনা বাঁশি গাইবেনা গান
চারদিক আনন্দে মাতাল
শুধু সুনসান, আমি সুনসান,
মহা প্রয়াণ মহা প্রয়াণ।


তোমার কথা সত্যি হলো বুঝি
স্রষ্টা হয়তো হৃদয়ে গেঁথেছে তোমার শাপ
রাস্তায় পড়ে আছে বেওয়ারিশ লাশ।
উঁই পোকারা খুঁড়ে খুঁড়ে খেয়েছে আমার হৃদপিন্ড।
এখন তাদের খাবার আমার অপ্রকাশিত,
অসমাপ্ত কিছু শব্দ শতদল।
আমি পারিনি রুখতে তাদের।
ব্যর্থতার গ্লানী আমাকে পিষ্ট করছে
দুর্গন্ধে ভারি হচ্ছে চারপাশ
আমাকে বিদায় দাও,
বিদায় দাও হে প্রিয় জন্মভূমি,
প্রিয় সুহৃদ স্বজন।।


.
১৮ মার্চ, ২০১৬ ইংরেজী।