ভিজেছি, কেঁদেছি, সয়েছি, পুষেছি
মচকেছি তবে ভাঙিনি
পূবে সূর্য, পশ্চিমে চাঁদ
মেঘেরা আজ বহুদূর।


সমুদ্রের গর্জন শুনে নির্বাক তাকিয়ে ছিলাম
শীতল হাওয়া ছুঁতে দেয়নি বাঁধার পাহাড়।
কালো মেঘে ছেয়ে স্বপ্ন আকাশ, কাঁদতে পারিনি,
তবু থমকে যাইনি!


সাথী ছিল তৃষিত মন, ভাবনায় সারাক্ষণ
দিতে হবে পাড়ি, নয় বাড়া-বাড়ি
স্বজন-সুহৃদ বহু দিয়েছে আড়ি,
আমি কান্ডারী।
যুদ্ধ শেষে
বিশাল আকাশ পতাকার মাঝে বৃত্ত শোভিত চাঁদ।


১০ আগষ্ট ২০১৬ ইংরেজী।