চাইনা বক্ষ, সেখানেই থাক, মনটা শুধু দিও
হৃদ গহীনের ভালোবাসায় আপন করে নিও
কায়ার মোহ নেইতো মনে চাই যে শুধু
চিত্ত
মনের মাঝে থাকলে পরে দেখা হবে নিত্য।


নাইবা ছুঁলাম কোমল কপোল
থাকনা সেথায় হাসির ও টোল
সেই হাসিকে ভালোবেসে ফুটবে নীলোৎপল।


গোলাপ পাপড়ি ও দুটি ঠোঁট
নাইবা বাঁধলো অমৃত জোট
তাই বলে সই মন পাবেনা ক্ষানিকটাও চোট।


মায়ায় ভরা অক্ষি যুগল
নাইবা হলো একত্র দল
তাও ভালো, দোহাই লাগে করোনাগো ছল।


জ্যোৎস্না রাতে আয়েস করে
দু'জন বসে ভৃগুর পরে
নাইবা জ্যোৎস্না দেখি যদি মরবো নাগো ডেঙ্গু জ্বরে।


কায়া দিয়ে কী হবেগো বলতে কি সই পারো?
কায়ার মোহ ছাড়লে তবে হতে পারো কারো।
কাকজ্যোৎস্নায় নাইবা হলে একত্র এক সাথে
কায়ার মায়া ছাড়লে পূর্ণ; চিত্ত সুদ্ধতাতে।


কায়াকে নয় চিত্তটাকে ফুলের ডালায় পূজি
সাধ্বী চিত্ত অমূল্য ধন পৃথ্বী জুড়ে খুঁজি।



১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টব্দ
ঢামিহাভি।