একদিন জ্যোৎস্না ছিল,
চাঁদটাকে মধ্যখানে রেখে তারারা মেতেছিল উল্লাসে,
জোনাকিরা জ্বেলেছিল আলো
প্রেমিক যুগল মত্ত ছিল ভালবাসার সাতকাহনে
হাজার ফুলের সুবাসে বিভোর দিগন্ত।
সাগর ছিল শান্ত।


বিপদ মহা বিপদ
সর্তক সংকেত দেখায় বিজ্ঞজন
একে একে ঝরে যায় সব তারা
সাগরে উঠলো ঝড়
গর্জন সেকি গর্জন
লন্ড ভন্ড মাতাল হাওয়া
জলোচ্ছাসে ভেসে যাচ্ছে পৈত্রিক ঘর
আদরের সন্তান মাথায় ভাসছে মা.......
বাঁচাতে হবে প্রিয় সন্তান।


আবার জ্যোৎস্না আসে,
ভালবাসে
সাগরের পাড়ে কোমল বাতাস
নেই হা-হুতাস
মায়ের কোলে প্রিয় সন্তান।।


৫ মার্চ, ২০১৬ ইংরেজী।