চোখে রাজ্যের গভীরতা
ঠোঁটে ভূবন ভুলানো হাসি
চাহনিতে মাদকতা
খোলা চুল দোলে হাওয়ায়
অবয়ব যেন যান্ত্রিক পুতুল।


পাপড়ি মেলেছে কপোল
গোলাপ মেনেছে হার
অপরূপ সৃষ্টি তুমি বিধাতার।


এক পশলা বৃষ্টি হয়ে গ্যাছে
গুমোট আঁধারে ঢাকা আকাশ
বুক চিরে কষ্ট ঝর্ণা আছড়ে পড়ে হৃদয়ে নীলগিরি।


চিম্বুক ছোঁয়া এত্তো সোজা!!
তবু আশায় বুক বাঁধেে উড়ন্ত গাঙচিল
সুখ হাতছানি দেয়, দুঃখরা করে ভিড়
উল্টো স্রোতে তরী বেয়ে যাওয়া অজানা গন্তব্যে।


হৃদয়, আকাশ, সাগরের পার্থক্য খুঁজি
অতপর....
এক চিলতে চাঁদ।


১৩ জুন, ২০১৬ ইংরেজী।