শৃংখল ছেড়ে যোজন দূরে একলা চলা পথে
অন্তঃকরণ কখন কী চায় কোনবা অভি-রথে
কোথায় আছে সোনার খাঁচা কোথায় মুক্তো খনি
খুঁজতে গিয়ে হোঁচট খেয়ে আঁধারে আজ লনি।


চিরন্তনী বাণী শুনায় কতক শতক লোকে
অম্বর ছুঁতে পারেনি তাই কাঁদছে মনের শোকে
পঞ্চফনা নাগরাণী আজ অমানিশার খোঁজে
ভাবনা পুরে আসন গেড়ে কাকতালীয় ভোজে।


নীলাঞ্জনা আজ সেজেছে নীলাম্বরীর সাজে
অক্ষি যুগল মেলছে ধরায় মিলন সানাই বাজে
কাকজ্যোৎস্নায় পবিত্র হয় লাজের বিসর্জনে
অলোক পথের শব্দ গুলো চলছে নির্বচনে।।



.
১ অক্টোবর ২০১৭ খ্রিষ্টাব্দ।