(০১)


বোয়াল মাছের সাথে দেখি পুঁটি যে চায় আলো'রে
শহর গ্রামে ছেয়ে গ্যাছে, বানিজ্যতো ভালো'রে
পাবলিকে আর পড়েনা
পুঁটির হাত যে ধরেনা
এক পাগলে বলছে শুনি ছিঁড়ে ছিঁড়ে জ্বালো'রে।।


(০২)


মোদের ফসল অন্যে খেতো জল নিলো তা কেড়ে
খিদের জ্বালা মিটবে কী আর সান্তনা হাত নেড়ে
লাইনে আছি পাবো কিছু
বরাদ্দ যা মাথা পিছু
দিন শেষে ভাই কাঁচ কলাটা আসছে যে ওই তেড়ে।।


(০৩)


যাক ভেসে যাক স্বপ্ন কৃষাণ, বাঁধ ভেঙেছে ধরায়
সাধের ফসল বুনতে গিয়ে ঘাম ঝরেছে খরায়
ভাবছে কৃষক, চুক্তিতে
আসলো কাজে? মুক্তিতে!!
উদম গায়ে আজ কৃষাণী ঋণের চাদর জড়ায়।।


(০৪)


এইতো সেদিন সুখের ক্ষণে বাজছিল সুখ বীণা
আজকে সেথায় ভর করেছে পৃথ্বী ভরা ঘৃণা
অম্বর পথচলা
পূর্ণ ষোলোকলা!
অমাবস্যায় নৃত্য করো তাক ধিনা ধিন ধিনা!!


(০৫)


বদ্ধ ঘরে ছিলেন যখন নেতি বাক্য কতো
মুক্ত হয়ে আসন পেয়ে রাক্ষুসীনির মতো
রক্ত চুষে খান!
খুব কী মজা পান!
জবাব দিদি দিতে হবে, হৃদয় যে আজ ক্ষতো।