(০৬)


একটা কুঠি দাওনা মোদের রড না হয় বাঁশ দিয়ে
মনের মধ্যে শান্তি পাবো না হয় বাঁশের খুঁটি নিয়ে
ক্ষেপা যে সব পাগল
শব্দে দেবে নাঙ্গল
নইলে শোন করবে দখল পাগলা গারদ গিয়ে।।


০৭


নিজ এলাকায় হুংকার ছাড়ে নেড়ি কুত্তার দল
বাইরে গিয়ে করবে কিছু! নেই যে তাদের বল
ঘরের কোনে'ই বীর
উঁচিয়ে থাকে শির
বিড়াল দেখে ভয়ে পালায় চলরে ঘরে চল।।


০৮


কারা আমায় এতোটা দিন করেছে যে চালন,
ভুলে'ই ছিলাম আদর-স্নেহে যে করেছে লালন,
আজকে যে ভুল সব
মন থেকে লাঘব
তাইতো আমি করছিনা আর মেকি দিনটি পালন।


০৯


আসবে সখি তাইতো প্রবল প্রহর গুনেছি
এই সময়ের জন্য অনেক স্বপ্ন বুনেছি
দুপুর গেলো সন্ধ্যা হলো
এলে যখন রাত পোহালো
নানান জনের মুখ বাঁকানো কথা শুনেছি ।।


১০


নিভৃতে আজ কিসের এ সাজ কোন অভিসার ডাকছে?
হটাৎ করে আপন ঘরে কিসের সানাই বাজছে?
এক তুফানের ব্যাথা
আজো বুকে গাঁথা
কিসের জোরে নতুন করে রঙিন সাজে সাজছে?!!!