মেঘের গর্জন শুনে ভয় কেনো পাও?
ঝড় আসবে?
আসুক।
নোনা জলে ভেসে যাক
ধ্বসে যাক কষ্ট পাহাড়
মরুভূমি প্রাণ ফিরে পাক
বিজল্প বাসনা মুছে যাক
মেঘের ঘর্ষণে ঘুচে যাক অন্ধকার
বিজলীর ভেলায় চড়ে তেড়ে আসুক
মঙ্গলাকাঙ্ক্ষী পূর্ণিমা।


সমুদ্রের বুক চিড়ে বয়ে যাওয়া জাহাজ
আকাশের মেঘে বা ভূকম্পনের ভয়ে ভীতু নই,
শান্ত সাগর, অশান্ত ঝড় যাকে রুখতে পারেনি।
তুমি কি রুখবে নারী!


ভালবাসার ভিখিরী নই,
অনেক পেয়েছি, অনেক সয়েছি
অনেক ভেঙ্গেছি, অনেক গড়েছি
রুখবে তুমি তা সাধ্য কই!



১৫ মার্চ, ২০১৬ ইংরেজী।