জীবনে অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি,
কখনো পরাজিত, কখনো বিজয়ের আনন্দে উল্লাসিত
“দুখের পরে সুখ” এ মন্ত্র মেনে পথ চলেছি।


সুখ পাখিটা ধরা দিল,
ধরে রাখতে পারবোতো?


কষ্ট কখনো কাউকে বুঝতে দেইনি
সুখটা ভাগা-ভাগি করি সবার সাথে।


আমার সুখ...
কেউ কেউ তুষের আগুনের মতো জ্বলে
আবার অনেকেই উৎসাহিত করে।


মরা গাঙে উঠলো জোয়ার
ভাসছে তরী রঙ্গে,
দোহাই লাগে শাপ দিওনা
কভু শপথ ভঙ্গে।


১৬ সেপ্টেম্বর ২০১৬ ইংরেজী