চাইলে ভঙ্গ করতে পারো দিব্য জ্যোৎস্না রাতের
লালদিঘীতে স্নানটি সারো পবিত্র হও প্রাতের
অমর সুধা পাওয়ার আশায় চুম্বিত হয় অধর
ভাবছো কী গো কাটবে জীবন রইবে চির অজর!
                প্রত্যাশা খুব বেশি!
                 কাটবে অমানিশি!
কিসের আশায় দ্রাক্ষা রঙে নিত্য রাঙাও চরণ?
রঙ মহলে আছো যে তাই বদল করো ধরণ।
পৃথ্বী বুকে সৃষ্টি হবে ইতিহাসের পাতা
মাথার'পরে খুলবে সেদিন অহমিকার ছাতা।
                 অট্টালিকা, গাড়ী!
                 অথই সাগর পাড়ি!
এত্তো সোজা নয়গো স্বজন সমুদ্র পার হওয়া
মেঘের আঁধার, অশ্রু বৃষ্টি কষ্ট কী যায় সওয়া?
কাঁদলে স্বজন শুকায় শুধু চোখের অমোঘজল,
সব ছেড়ে আজ ছুটে আসো হাসবে নীলোৎপল।